কয়রায় এলাকাবাসীর মানববন্ধন।
খুলনার কয়রা উপজেলায় ‘মিথ্যা’ মামলায় হয়রানির হাত থেকে রক্ষা পেতে ও মামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শনিবার সকাল ১০ টায় উপজেলার মোমিন সুপার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে তিন শতাধিক নারী ও পুরুষ উপস্থিত হয়ে ২নং কয়রা গ্রামের শেহের আলীর কন্যা রাবেয়া খাতুনের শাস্তি চেয়ে প্রতিবাদ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী বলেন, কয়রা সদরের ২নং কয়রা গ্রামের এলাকায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার শান্তিপ্রিয় লোকজনকে অযথা হয়রানি করে আসছেন রাবেয়া খাতুন। সম্প্রতি স্থানীয় কয়রা ইউনিয়নের সাধারণ মানুষের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করছেন। রাবেয়া এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত। এছাড়া বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে অনেকের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে তাদের কে ফাঁদে ফেলেন এবং হাতিয়ে নেন বড় অঙ্কের টাকা। তার মিথ্যা মামলায় হয়রানি ও জবরদখল থেকে নিরীহ এলাকাবাসীকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্থানীয় কয়রা ইউপি সদস্য বলেন,শালিস করে ন্যায় বিচার করে দেওয়ায় রাবেয়া খাতুন আমাকে কয়েকটি মামলা দিয়ে ফাঁসাতে চাচ্ছেন।এছাড়া সে ব্লাক মেইল করে অনেকের সর্বনাশ করেছে,,অনেকে তাঁর অত্যাচারে দেশ ছাড়া।আমরা রাবেয়া খাতুনের মিথ্যা মামলা থেকে মুক্তি চাই এবং তাঁর শাস্তি দাবি করছি।