বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ইবির রংপুর জেলা কল্যাণের নেতৃত্বে মনিরুজ্জামান-শামসুজ্জামান।

ইদুল হাসান, ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
ইবির রংপুর জেলা কল্যাণের নেতৃত্বে মনিরুজ্জামান-শামসুজ্জামান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুজ্জামান সুমন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী ১ বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি ফায়সাল মাহমুদ আল-মারজান এবং সাধারন সম্পাদক হাদিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শামসুজ্জামান সুমন বলেন, রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি হলো রংপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের আস্থার জায়গা। আমরা সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে এ সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব। সংগঠনটির সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102