সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

রাউজান নামের উৎপত্তি ও  সংক্ষিপ্ত ইতিহাস।

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
রাউজান নামের উৎপত্তি ও  সংক্ষিপ্ত ইতিহাস।
চট্টগ্রামের রাউজান উপজেলা দেশ বিদেশে পায় সকলের কাছে পরিচিত । ১৬৬৬ সালে মোগল সুবেদার শায়েস্তা খান কর্তৃক চট্টগ্রাম বিজয়ের প্রায় ১০০০ বৎসর পূর্বে এ জনপদের সৃষ্টি । সেই থেকে রাউজানে যে জনপদ সৃষ্টি হয়েছিল, তা পরবর্তী বৃটিশ শাসনামল, পাকিস্তানি শাসনামল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রে রাউজানের মাঠি, মানুষ ও কৃতি সন্তানেরা দেশের দুঃসময়ে হাল ধরেছিল এবং নেতৃত্ব দিয়েছিল।
রাউজান নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে । অনেকে মনে করেন , শ্রীযুক্ত রায় পরিবারের ‘রায়’ থেকে ‘রায়উজান’ এবং পরবর্তীতে রাউজান নামের উৎপত্তি হয়। আবার অনেকের মতে, এই উপজেলার হলদিয়া ইউনিয়নের একটি ছোট ধানীবিলকে এখনো ‘রোয়াঙে’ বিল বলা হয়ে থাকে। পরবর্তীতে বিবর্তিত হয়ে ‘রোয়াঙে’ থেকে রাউজান নামের সৃষ্টি হয়েছে। আবার অনেকের মতে, তখন বৌদ্ধ ভিক্ষুদের “রাউলী” বলা হত। কিছু সংখ্যক বৌদ্ধ রাউজান এবং কাগতিয়া গ্রামের সংযোগস্থলে বসবাস করতো। তখন ‘রাউলী’ রাউজান খাল কাটিয়ে কাগতিয়া খালে সংযোগ করেছিলেন।  এই সংযোগস্থলকে ‘জান’ বলা হত। রাউলী দুই খালের মাঝে ‘জান’ দিয়েছিলেন বলে এই খালের নাম রাউজান খাল। অনেকে মনে করেন,৭ম  ও ৮ম শতাব্দীতে বৌদ্ধ ভিক্ষুরা র্ধম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রাম হয়ে আরাকান গমন করে ছিলেন। সঙ্গত কারণে রাউজানের আদি বাসিন্দা ছিলেন বৌদ্ধগণ। তারা এই জনপদকে ‘রাজোয়াং’ রাখেন। রাজোয়াং খাঁটি আরাকানি শব্দ। পরবর্তীতে রাজোয়াং শব্দটি বিকৃত হয়ে রাউজান হয়। রাউজান নামটি একটি আরাকানি শব্দ, যার অর্থ গোচারণ ভূমি। প্রাচীনকালে এই জনপদে আরাকানদের প্রচুর গোচারণ ভূমি ছিল। আর গোচারণ ভূমি থেকে সৃষ্টি হয় রাউজান নামটি। ১৯৪৭ সালের আগস্ট মাসে রাউজান থানার কার্যক্রম শুরু করা হয় এবং নব্বই দশকে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ২০০০ সালে রাউজান পৌরসভা ঘোষিত হয়। রাউজান উপজেলার  উপর দিয়ে প্রবাহিত হয়েছে কর্ণফুলী নদী ও হালদা নদী । রাউজান উপজেলার উত্তরে ফটিকছড়ি উপজেলা, দক্ষিণে বোয়ালখালী উপজেলা ও কর্ণফুলী নদী, পূর্ব রাঙ্গুনিয়া ও কাউখালী (রাঙ্গামাটি), পশ্চিমে হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা দ্বারা বেষ্টিত। রাউজান উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। বর্তমান রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান  এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ,রাউজান উপজেলা নির্বাহী
 কর্মকর্তা  আব্দুস সামাদ সিকদার, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন। বর্তমানে চট্টগ্রামের বুকে এক চিলতে রোদেলা আকাশ রাউজান।
বহমান উন্নয়নের স্রোতধারার ফলশ্রুতিতে দেশ-বিদেশের কাছে রাউজানের সুনাম দিন দিন ছড়িয়ে পড়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102