প্রবীন সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী’র ইন্তেকাল।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য খ্যাতিমান সাংবাদিক, জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিন চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বয়স হয়েছিল ৬৮ বৎসর। শুক্রবার বিকেলে কক্সবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার একটি কর্মসূচীতে অংশ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে কক্সাবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে নেয়া হয় তাঁকে। সন্ধ্যা ৬টায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।