বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করনের দাবী ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারীদের।

মোঃ রুবেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করনের দাবী ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারীদের।

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  শিক্ষক-কর্মচারী সমাবেশ, ত্রি-বার্ষিক সম্মেলন ও  মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সম্মেলনে শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার আহব্বায়ক মো: পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: মুহাম্মদ সাদেক কুরাইশী,  সিনিয়র সহ- সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামানিক, সাংগঠনিক সসম্পাদক ইকবাল হোসেন, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী, দিনাজপুর জেলা শাখার সভাপতি আহসানুল হক মুকুল, ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শাহাজাহান ই হাবিবসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক ভূমিকা রেখেছে। সরকারের ব্যাপক উন্নয়ন প্রশংসেনীয় যার বলার কোন ভাষা নেই। শিক্ষা খাতে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় ভাবেন এবং এই খাতকে আরো উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা শিক্ষকরা সব সময় বঞ্চিত হয়ে আসছি। শিক্ষকদের বাসা ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো খুবই নগন্য। সরকারকে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করন, পেনশনের আওতায় আনা ও বেতন ভাতা বৃদ্ধির দাবী জানান শিক্ষক নেতারা।

অধিবেশন শেষে অতিথি এবং সকলের সমন্বয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন ভাউলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবারুল ইসলাম। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন।

অন্যদিকে সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইসলাম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

নতুন সভাপতি ও সম্পাদক সংগঠনটির সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102