ডেঙ্গু আক্রান্ত হয়ে সাজিদ চৌধুরী (২২) নামে রাউজানের এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া সাজিদ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া হাজী পাড়া গ্রামে হাজি বাড়ীর ওমর ফারুকে দ্বিতীয় সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয় সন্তান।
সাজিদের চাচা মঈনুদ্দিন চৌধুরী হিমেল জানান, ডেঙ্গু পরিক্ষায় পজেটিভ আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাজিদকে। সেখানে শাররীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় নগরীর পার্কভিউ হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়।
জানা যায়, সাজিদ নগরীর আমতলী কাজী ষ্টোরে চাকরী করতো। থাকতেন শহরের এক বাসায়।গতকাল ঢেউয়া হাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাফন করা হয়।