চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর কাজী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের মালামালসহ বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। ওই এলাকার কাউন্সিলর শওকত হাসান জানিয়েছেন রাতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে আসে আগুন নিভানোর চেষ্টায়।
ফোন করা হয় ফায়ার স্টেশনে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে পারলেও চারটি বসতঘর মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোঃ হারুন, মোঃ রাশেদ, মোঃ পারভেজ, মোঃ কালুর পরিবার। ক্ষতিগ্রস্তদের দাবি এই আগুনে নগদ টাকাসহ তাদের ১৫ লাখ টাকার সম্পদ পুড়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সেখানে তিনি বলেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ক্ষতিগ্রস্তের জন্য সাহার্য্য সহায়তা নিয়ে দুর্গত পরিবার সমূহকে শান্তনা দিতে এসেছেন। বলেছেন সংসদ সদস্য তাকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিতে। অতি দ্রুত সময়ের মধ্যে তাদের ঘর নির্মাণ করে দেয়া হবে।