চট্টগ্রামের পাটিয়া বাইপাস সড়কে ডাকাতি
চট্টগ্রাম দক্ষিণ জেলায় পটিয়া বাইপাস সড়কে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ১ টায় চকরিয়াগামী ঈগল বাসে ডাকাতি। ডাকাতদের হামলায় দুজন যাত্রী আহত হয়।
রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মোহাম্মদ তৌহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে বাড়ি আসার সময় পটিয়া বাইপাস রোডে একদল ডাকাত গাড়ি আটকানোর চেষ্টা করে এবং তাঁকে মারাত্মকভাবে যখম করে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাতে পটিয়া বাইপাস সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে রাতে যাতায়াতের সময় গাড়ির গ্লাস বন্ধ রাখতে হবে। সচেতন না হলে যেকোনো মুহূর্তে ডাকাতের কবলে পড়তে হতে পারে।