বগুড়া আদমদীঘিতে বাজার মনিটরিং।
বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে পেঁয়াজ ও আলুর দাম বেশি নেওয়ায় পাঁচ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্ৰাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে আদমদীঘি সদরে বাজার মনিটরিং করে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান। গত শনিবার বিকেলে উপজেলা সদর এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করা হচ্ছিল। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে পেঁয়াজ ও আলুর দাম বেশি নেওয়ায় পাঁচ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। ক্রেতাদের সুবিধার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।