চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৫।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও পাঁচ বহিরাগতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চবির শাহজালাল ও শাহ আমানত হলে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি।
অভিযানে চবির শাহজালাল হল থেকে রামদা, রড, পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে কর্তৃপক্ষ। এছাড়া শাহ আমানত হল থেকে ৫ বহিরাগতকে আটক করা হয়।
তবে আটকদের পরিচয় জানাতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
এর আগে সন্ধ্যায় ৭টা থেকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
এতে একজন আহত হন। সংঘর্ষ চলাকালে সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অভিযান চালানো হয়েছে। এ সময় ৫ বহিরাগতকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের হাটহাজারী থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযানে হল থেকে বেশ কিছু দা, লোহার রড, ক্রিকেট খেলার স্টাম্প ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তল্লাশি অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী ভূমি কমিশনার আবু রায়হান, চট্টগ্রামের ক্রাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রক্টর ড.নূরুল আজিম সিকদার ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।