নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু।
শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে মোঃ কোরবান আলী (৪০) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার সকালের দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাইগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের লোকজন বলেন, আজ বুধবার সকালের দিকে মোঃ কোরবান আলীসহ স্থানীয় ৫/৬ জন মিলে বঁড়শি দিয়ে মাছ ধারার জন্য পাশের মরাগাঙী খালের খরখরিয়া ব্রিজ সংলগ্নে মাছ ধরতে যান।আর সেখানকার একটি গাছে মৌমাছি বাসা ভেদে ছিল।গাছের নিছে বসে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে অনেক গুলো মৌমাছি কোরবান আলীর শরীরে হুল ফোঁটায়।কোরবান আলী চিল্লাতে লাগলে সঙ্গিরা আগুনের সাহায্যে তাকে উদ্ধার করে নন্নী হাসপাতালে নিয়ে যায়।
পরে কোরবান আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হস্তান্তর করেন।এবংকি চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হয়।কোরবান আলী পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন।তার রেখে যাও ছেলে- মেয়ে ২ জন।তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে সুখের ছায়া।