জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান।
অদ্য ১৯.০৯.২০২৩ ইং খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের কার্যালয়, সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাগেরহাট জেলার এসআই (নিঃ) জনাব রেজাউর রহমান কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই পুরস্কার তুলে দেন খুলনা রেঞ্জ পুলিশের সুযোগ্য ডিআইজি জনাব মঈনুল হক,বিপিএম(বার),পিপিএম, মহোদয় ।
উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে, এম, আরিফুল হক , পিপিএম ও বাগেরহাট জেলার নবাগত পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান মহোদয়দ্বয়।