জয়পুরহাটে মাদক মামলাই একজনের যাবজ্জীবন অন্য জনের ১০ বছরের কারাদন্ড।
জয়পুরহাট মাদকের পৃথক দুটি মামলায় আপেল প্রামানিক ওরফে আপন নামে এক মাদক কারবারির যাবজ্জীবন ও মাহফুজুর রহমান নামে একজনের ১০ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথকভাবে ৫০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত দায়রা জজ-২ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন আসামীদের অনুপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আপেল প্রামানিক আপন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের নুরুল ইসলাম মন্টুর ছেলে ও ১০ বছর দন্ডপ্রাপ্ত মাহফুজুর রহমান একই উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে । জামিন নেওয়ার পর থেকে তারা দুজনেই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৫ নভেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ আলীর মোড় এলাকায় একজন ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদ আসে জয়পুরহাট র্যাবের কাছে। এমন সংবাদে র্যাব সেখানে অভিযান চালিয়ে বস্তার মধ্যে রাখা ১৩৯ বোতল ফেনসিডিলসহ আপেল প্রামানিককে গ্রেফতার করে। এ ঘটনায় একই দিন পাঁচবিবি থানায় মামলা দায়ের পর আদালত আজ তাকে যাবজ্জীবন কারাদ-সহ ৫০ হাজার টাকা জরিমানা করে।
অন্যদিকে ২০২২ সালের ৬ মার্চ গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে পুলিশ পৌঁছা মাত্রই মাহফুজুর রহমান পালানোর চেষ্টা করে। সেসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একটি খড়ের গাদা থেকে ৬৭ বোতল ফেনসিডিল ও ১১ বোতল ফারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে আজ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেন।