বগুড়ার মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার।
বগুড়া জেলার ৪ এপিবিএন ( আমর্ড পুলিশ) ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদ এর ভিত্তিতে (১৬ সেপ্টেম্বর) সময় ২০.১৫ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন রহবল দো সীমানা পুরাতন পুলিশ বক্সের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়ক পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার কৃত আসামী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার, বড়ইকান্দি গ্রামের, মহাতাব মন্ডলের ছেলে মোঃ সাকিব হাসান (২০)।
বগুড়া ৪ এপিবিএন এক বিজ্ঞপ্তে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিজ হেফাজতে রাখা পিতা-মহাতাব মন্ডল ছেলে এর নিজ হেফাজত হতে ৯৭ (সাতানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক=২৯,১০০/- (ঊনত্রিশ হাজার একশত) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে, এসআই(নিঃ) মোঃ রায়হান সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক) একটি মামলা দায়ের করা হয়েছে।