কুতুবদিয়ায় সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, পেয়াঁজ, আলু।
কক্সবাজারের কুতুবদিয়ায় ডিম, আলু, পেঁয়াজ, সরকার নির্ধারিত দামের কোন প্রভাব নেই।
শুক্রবার(১৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন বাজারে আগের দামেই সব পণ্য বিক্রি করতে দেখাগেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, ফার্মের প্রতিটি ডিম সাড়ে ১৩থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে। বাজার ভেদে প্রতিকেজি দেশি আলু ৫৫-৬০ টাকা ও প্রতিকেজি হাইব্রিড আলু ৪৫-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭৫-৮০ টাকা।
উপজেলার সবচেয়ে বড় দুই বাজার বড়ঘোপ ও ধুরুং বাজারের বেশিরভাগ ব্যবসায়ী জানেন না,সরকার তিনটি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয়ে।
বাজারে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা বলেন,মূলত দাম কম বা বেশিতে ব্যবসায়ীদের কোনকিছু আসে যায়না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্রেতারা,পণ্যের দাম বাড়ানোর খবরের সাথে সাথে বেড়ে যায় দাম,কমানোর খবরে একদিন পেরিয়ে গেলেও কমে না পণ্যের দাম।এতে জরুরী বাজার মনিটরিং ব্যবস্থার দাবি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) সরকার আলু-পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেয়। প্রতিপিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে প্রতি কেজি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা এবং আলুর কেজি ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা।