বগুড়ায় স্টেশনে মাদক সেবনের দায়ে দুই জনের জেল জরিমানা।
বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় গাঁজা সেবনের অপরাধে দুইজন মাদকসেবী কে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুরে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা করে জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার।
দন্ডপ্রাপ্তরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৃদ্ধবাসী গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (২৮) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাতলা কেশবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে শাওন হোসেন ( ২৫)।
জানা যায়, শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় গাঁজা সেবনকালে উল্লেখিত দুই জনকে আটক করে সান্তাহার রেলওয়ে পুলিশ। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা করে জরিমানা প্রদান করেন।