বগুড়া আদমদীঘিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করণ” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সর্বস্তরে শিক্ষার মান উন্নয়নে আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শনিবার (৯ ই সেপ্টেম্বর) বেলা দশ ঘটিকার সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সঞ্চালনায় এবং সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল আলম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মশিউল ইসলাম।
বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আদমদীঘি উপজেলা আই পি জে স্কুলের প্রধান শিক্ষকা আলহাজ্ব মনুজ আরা বেগম। বগুড়া জেলা পরিষদের সদস্য আশরাফুল ইসলাম মন্টু। এ সময় আরো বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু সহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন।
শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুবাষ চন্দ্র, ছোটো আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম, কুন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলম, চাটখইর মাদ্রাসার সুপার বেলাল হোসেন, ধামাইল মাদ্রাসার সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, করই মাদ্রাসার সুপার আব্দুস সামাদ, কাঞ্চনপু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরল ইসলাম, কদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।