চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কায় অন্তত ২০ জন আহত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে গাছের আঘাত লাগার ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে আসা শাটল ট্রেনটি চৌধুরীহাট এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। এর আগে একই দিন দিনের বেলায় ক্যাম্পাস থেকে শহরগামী বিকেল ৪টার ট্রেনেও গাছের আঘাতে তিন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের থেকে জানা যায়, চৌধুরীহাট এলাকায় রেললাইনে গাছের ডালপালা ঝুলে ছিল। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে।
শিক্ষার্থীরা মুখে ও মাথায় আঘাত পান। এ সময় কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এছাড়া কয়েকজন চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পরবর্তীতে ট্রেন ফাতেয়াবাদ স্টেশনে থামলে আহতদের নিচে নামিয়ে আনেন অন্যান্য শিক্ষার্থীরা।
জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৭ জনকে তাৎক্ষণিক ফতেয়াবাদ ক্লিনিক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আবদুল্লাহ আল কাফি বলেন, “আমরা ছাদ থেকে ৩ জনকে রক্তাক্ত অবস্থায় নামিয়েছি। তাদের মধ্যে দুইজনের মাথা ফেটে গিয়েছিল। আরেকজন পায়ে আঘাত পেয়ে পা নাড়াতে পারছিলেন না। ট্রেনের অন্য পাশ দিয়ে আরও ৩ জনকে নামানো হয়। তারা অজ্ঞান ছিলেন।”
এদিকে, রাত সাড়ে ১০টার দিকে শাটল ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে চবি জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশকিছু চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।