বগুড়া আদমদীঘিতে ঝাড়ু গোডাউনে আগুন।
বগুড়ার আদমদীঘিতে ঝাড়ু তৈরির কাঁচামাল সামগ্রীর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় প্রায় ৮০হাজার টাকার মালামাল পুড়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে। গত বুধবার রাত্রি আনুমানিক ৯ টার দিকে উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রামের মৃত কিনা প্রামানিকের ছেলে গোবিন্দ প্রামানিকের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের স্বত্বাধিকারী গোবিন্দ প্রামানিক জানান ঝাড়ু তৈরি করার কাঁচামাল সামগ্রী (খিলিল) গোডাউনে রাখা ছিল। হঠাৎ বুধবার রাত্রি আনুমানিক ৯ টার দিকে এক প্রতিবেশীর মারফত জানতে পারলাম যে গোডাউনে আগুন লেগেছে।
তিনি সেখানে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে স্থানীয়রা আদমদিঘী ফায়ার সার্ভিসে খবর দেয়। আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান। এই বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।