কুতুবদিয়ায় প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি রাসেল সিকদার।
কক্সবাজারের কুতুবদিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উপজেলা শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম সিকদার রাসেল।
সুদক্ষভাবে বিদ্যালয় ব্যবস্হাপনায় অবদান রাখায় বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রাণালয় কর্তক জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৩ বাস্তবায়নের লক্ষ্যে ভিবিন্ন মানদণ্ড যাচাই বাচাই ও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের ফলাফলের উপর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসলিম উদ্দীন সাক্ষরিত এক চিঠিতে উপজেলা পর্যায়ে প্রাথমিক স্কুল ব্যবস্হাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন।
তিনি উপজেলার কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও কুতুবদিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি।সুদীর্ঘ রাজনৈতিক জীবনে একজন সফল ব্যাক্তিত্ব,ছাত্র ছাত্রী অভিবাবক,শিক্ষক, ব্যবস্হাপনা কমিটির সকল সদস্যদের সাথে তার সু সম্পর্ক অধিক।রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার অনেক গুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত,এছাড়া তিনি সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ২০২১ সালে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন।
কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওযার পর ডব্লিউ এফপির সহায়তা রুম টু রিড বাংলাদেশ পরিচালিত সাক্ষরতা কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতার জন্য স্কুল ব্যবস্হাপনা কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সম্মাননা স্বারক প্রদান করেন।
উল্লেখ্য,তিনি ২০২২সালে অভিবাবকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সর্বোপরি এ অর্জনে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।