অপহরণের দুইদিন পর মায়ের কোলে ফিরিয়ে দিল অপহৃত শিশুকে।
চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার পশ্চিম মোহরার কুলাপাড়া রুহুল আমিনের বাড়ি সামনে থেকে সাড়ে তিন বছরের শিশু আব্দুল্লাহকে অপহরণ করা হয়েছিল। অপহরণের দুইদিন পর আব্দুল্লাহকে বাবা-মায়ের কোলে তুলে দিলেন নগরের চান্দঁগাও থানা পুলিশ
নিঁখোজ সন্তানকে ফিরে পেয়ে পৃথিবী জয়ের উল্লাস নাহিদা-মাহবুবুল দম্পতির। সন্তান হারানোর শোক পরিনত হয়েছে আনন্দে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত সোমবার সকালে চট্টগ্রামে নগরীর মোহরা এলাকায় বোরকা পরা এক নারীর পেছনে ছুটছেন শিশু আবদুল্লাহ। পরে তার হাতে চিপস দিয়ে রিকশায় করে নিয়ে ওই নারী।
এ ঘটনার পর পরই চান্দগাও থানায় মামলা করে পরিবার। সাথে সাথে পুলিশ নামে অভিযানে।
পুলিশের তৎপরতায় বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর ষোলশহর পুলিশ বক্সে ফেলে রেখে যায় শিশুটিকে। পরে শিশুটিকে উদ্ধার করে মা-বাবার কাছে পৌঁছে দেয় পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর সহকারী পুলিশ কমিশনার পংকজ দত্ত বলেন, ‘আমাদের অভিযানে ভয় পেয়েছে অপহরণকারীরা। এজন্য ফেলে রেখে চলে গেছে।’
আব্দুল্লার মা নাহিদা সোলতানা বলেন, ‘হঠাৎ করে উধাও হয়ে যায় আব্দুল্লাহ। এরপর থেকে একটুও শান্তি নেই আমাদের। এমন কোনও জায়গা নেই খুঁজিনি। অবশেষে পুলিশের সহায়তায় ছেলেকে ফিরে পেয়েছি।’