বগুড়ায় কুপিয়ে মারাত্মক জখম করা ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার।
বগুড়ার সদরে আশিক সরকার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার ঘটনায় ইউপি সদস্য আলম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের কাছে বিষয় টি শনিশ্চিত করেন সদর থানার তদন্ত (পরিদর্শক) মো. শাহিনুজ্জামান।
এর আগে মঙ্গলবার বিকেলে আশিকের বড় ভাই লালন সরকার ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরিপ্রেক্ষিতে রাতে তাকে এরুলিয়া ইউনিয়নের বানদিঘী চাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আলম শেখ এরুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই এলাকার মৃত লজি শেখের ছেলে। আশিককে হত্যাচেষ্টা মামলার তিনি তিন নম্বর আসামি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সপ্তাহ দুয়েক আগে মন্ডলপাড়া এলাকার একটি বাড়ির কন্ট্যাক্ট নিয়ে স্থানীয় মেম্বার আলম শেখের সঙ্গে ঝামেলা হয়। এর জেরে মেম্বার আলম শেখ আশিকের ওপর হামলা করিয়েছেন।
গত সোমবার রাতে আশিক মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। পথে সাতজন এসে তাকে আটকিয়ে দা-ছুরি দিয়ে হামলা করে। তার হাতের কব্জি আর পায়ের গোড়ালি কেটে নিয়েছে। এরা সবাই এলাকার লোকজন বলে জানা গেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১২টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক শাহিনুজ্জামান জানান, লালন সরকার ৬ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। এতে আরও পাঁচ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার পরপর রাতে ইউপিসদস্য আলম শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।