তারাকান্দায় স্ত্রী’র পরকিয়ায় খালাতো ভাই অপহরণ ও খুন, গ্রেপ্তার স্বামী-স্ত্রী।
তারাকান্দায় স্ত্রী’র পরকিয়ায় খালাতো ভাই অপহরণ ও খুন, গ্রেপ্তার স্বামী-স্ত্রী।
ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ১৩ দিন পর পরকিয়ার বলি হলেন প্রেমিক খালাত ভাই বাবুল মিয়ার (৪৫) এর লাশ উদ্ধার করেন তারাকান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,
তারাকান্দা থানার একটি অপরনের ঘটনায় জড়িত আসামিদেরকে ঢাকা তুরাগ থেকে গ্রেপ্তারের করেন একদল বিচক্ষণ পুলিশদল পরে আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামিরা ঘটনার কথা স্বীকার করে এবং ঘটনার পরপরই ভিকটিমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যা করার পর নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন শিদলং বিলের মধ্যখানে মাটির নিচে লাশ পুতে রাখে। সেই স্বীকারোক্তি মোতাবেক তারাকান্দা থানা পুলিশ ডিঙ্গি নৌকা যুগে প্রায় এক কিলোমিটার অতিক্রম করে আসামীর দেখানো মতে লাশ উত্তোলন করে থানায় নিয়ে আসেন । বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে তারাকান্দা থানার পুলিশগণ এই বিচক্ষণতার পরিচয় দেন। নিহত বাবুল মিয়া তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রেমিকা সখিনা বেগম ও তার স্বামী শাহজাহান মিয়াকে ঢাকা তুরাগ এলাকা থেকে তাদের আটক করেন।
তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি মোতাবেক পূর্বধলা উপজেলার সিধলং বিল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, কোদালিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে বাবুল মিয়ার সাথে মামাতো বোন সখিনা বেগমের সাথে পরকিয়া সম্পর্ক ছিল। অবৈধ সর্ম্পকের ঘটনা স্বামী জানতে পেরে স্ত্রীকে সাবধান করা সত্বেও তাদের প্রতিরোধ করা যায়নি।
এ ঘটনার জের ধরে স্ত্রী সখিনাকে দিয়ে তার স্বামী শাহজাহান মিয়া তার মামাতো ভাই বাবুল মিয়াকে গত ২৪ আগস্ট ডেকে নিয়ে আসে। সেই রাতেই দুজনে মিলে বাবুল মিয়াকে হত্যা করে সিধলং বিলের মাঝ খানে ছালার বস্তার ভিতর ভরে একটি খুটি দিয়ে পুতে রাখে। এ ঘটনার পর থেকে পরিবার জানে বাবুল মিয়া নিখোঁজ রয়েছে কিন্তু বাড়ির অনেকেই জানতো সখিনার সাথে বাবুল মিযার পরকিয়া প্রেমের ঘটনা। তাই তারা নিখোঁজের ঘটনাটি খুব একটা গুরুত্ব দেয়নি। অবশেষে গত ৩ সেপ্টেম্বর বাবুল মিয়ার ছেলে সোহেল মিয়া তার বাবা নিখোঁজের ঘটনায় তারাকান্দা থানায় একটি জিডি করে। সেই জিডি মোতাবেক ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জরিত তার মামাতো বোন সখিনা বেগম ও তার স্বামী শাহজাহান মিয়াকে ঘটনার সাথে জরিত সন্দেহে ঢাকার তুরাগ এলাকা থেকে আটক করে।
তাদের স্বীকারোক্তি মোতাবেক সিধলং বিল থেকে পুলিশ লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত নেত্রকোনা জেলার পূর্বধলার মহিষবেড় গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র শাহজাহান মিয়া (৪৫)এবং তার স্ত্রী সখিনা বেগম(৪০)।এ ব্যপারে আইনগত সকল কার্যক্রম প্রক্রিয়াধীন আছ।।