বগুড়ায় হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামি গ্রেফতার।
বগুড়ায় চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছেন বগুড়া র্যাব-১২ সিপিএসসির একটি অভিযানিক দল। আজ ৬ ই সেপ্টেম্বর (বুধবার) সকালে তাদের গ্রেফতার করেন বগুড়া র্যাব-১২ সদস্যরা।
র্যাব-১২ সূত্রের জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার গাবতলী থানার মড়িয়া গ্রামের বাসেদ মন্ডলের ছেলে আব্দুস সামাদ মন্ডল ও একই গ্রামের আনছার হাজীর ছেলে সেলিম হোসেন।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বগুড়ার গাবতলী থানাধীন রানীনগর মাস্টারপাড়া এলাকায় অবস্থান করছে আসামিরা। সেই স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
এ বিষয়ে বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বগুড়া গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।