হীমেল মিত্র অপু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে রৌমারীর কড়াইকান্দিতে বিদেশ পাঠানোর নাম করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন, মোঃজামাল হোসেন শ্রাবন(৩০) পিতাঃ মোঃ রোস্তুম আলী।
তিনি দীর্ঘদিন বিদেশ ছিলেন। বিদেশ পাঠাবে বলে প্রায় শত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছে। রৌমারী থানায় একটি প্রতারনা মামলা দায়ের করা হয় যার মামলা নং১২৩/১৯ইং ।
দীর্ঘ দিন থেকে পলাতক এই আদম ব্যবসায়ী জামাল । অবশেষে ওয়ারন্টভূক্ত আসামী জামালের অবস্থান সম্পর্কে খোজ পায় পুলিশ। রৌমারী থানার এস আই জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এএস আই সামছুল আলম ও এএস আই মাহমুদের অভিযানে চাক্তাবাড়ী সুইট মোড় থেকে ( ৮ আগস্ট ) রাতে ওয়ারেন্টি আসামী জামালকে গ্রেপ্তার করা হয়।
সরেজমিনে গিয়ে প্রতিবেদক জানান, মোঃজামাল হোসেন শ্রাবন ও তার ছোট ভাই মাইদুল ইসলাম এই আদম ব্যবসার সাথে জড়িত। জানা গেছে জামাল দীর্ঘদিন মালয়েশিয়া জহুরবারু নামক এক প্রদেশে থাকতেন।
মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে ঠিক সেই মুহূর্তেই এই জামাল স্টুডেন্ট ভিসা নামক এক ভিসা দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন । স্থানীয়দের অভিযোগ দুই একজনকে বিদেশ পাঠালেও বাকিদের পাঠাতে পারেননি এই জামাল চক্র।
রৌমারী থানা ডিউটি অফিসার এসআই তুহিন রাতে মুঠোফোনে জানান, নদী যোগাযোগের কারনে আসামী কে সকাল বেলা কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো.দিলওয়ার হাসান ইনাম বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে মামলার ওয়ারেন্টি আসামী গ্রেপ্তার হয়েছে , আগামী কাল তাকে কোর্টে চালান করা হবে।