ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেছেন, গণঅভ্যুত্থান সরকারের আমলেও দুর্নীতির সংস্কৃতি অক্ষুণ্ন রয়েছে।
তিনি তার ফেসবুক পোস্টে সাব-রেজিস্ট্রারের বদলিতে ২ কোটি টাকার লেনদেনের তথ্য দিয়ে অভিযোগ করেন, “দুর্নীতির ‘দ’ ও বদলায় নাই।” এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকে লিখেছে, “আওয়ামী লীগের আমলের সব নির্বাচনই অবৈধ।”
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ইশরাক হোসেনের শপথে আইনি জটিলতা রয়েছে। শপথ না হওয়া পর্যন্ত আন্দোলনের কারণে সিটি করপোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগ বিবেচনায় ধৈর্য ধরতে হবে।
পাকিস্তান সফরে বাংলাদেশের ক্রিকেট দল যেন সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলে এবং সর্বোচ্চ নিরাপত্তা পায়, তা নিশ্চিত করতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।