চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত লোহাগাড়া থানার ওসি আতিকুর।
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান।ফেব্রুয়ারী মাসে অপরাধ পর্যালোচনায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে তিনি নির্বাচিত হন।
চট্টগ্রাম জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসারের সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম,এসময় লোহাগাড়া সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন এ স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রেরণা যোগাবে এবং আগামীতেও লোহাগাড়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাবেন।
এবিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক সেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ যে কোন ধরনের অপরাধের বিরুদ্ধে আমি ও আমার লোহাগাড়া থানার সকল অফিসারেরা সজাগ রয়েছে লোহাগাড়াবাসীর নিরাপত্তায় লোহাগাড়া থানা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। মাননীয় ‘পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করছি। এ সময় তিনি লোহাগাড়াবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।