মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগী বাড়ছে, নতুন আক্রান্ত ২১জন।

তানভির ইসলাম,, উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগী বাড়ছে, নতুন আক্রান্ত ২১জন।
নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগী প্রতিনিয়ত বেড়েই চলেছে। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণ ধীরে ধীরে ভয়ংকর রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২১ জন। জেলায় এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জন।
নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় এ যাবৎ ডেঙ্গু রোগে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যুর সংখ্যা আছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের প্রতিবেদন অনুযায়ী ৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
জেলায় গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৭জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১০জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৪জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ২৭জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। পুরো জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে মোট ৬৯জন।
চলতি মাসে নারায়ণগঞ্জে মোট ৮৬জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় ৯৪৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102