সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

কুতুবদিয়ায় মশা নিধনে স্প্রে ছিটানো কর্মসুচির উদ্ধোধন।

আজিজুল হক(আজিজ)কুতুবদিয়া:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
কুতুবদিয়ায় মশা নিধনে স্প্রে ছিটানো কর্মসুচির উদ্ধোধন।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে সর্বপ্রথম জনগণের সুরক্ষা নিশ্চিতে মশা নিধনে স্প্রে ছিটানো কার্যক্রম উদ্ভোধন করেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দীন আল আযাদ।
বৃহস্পতিবার(০৩সেপ্টেম্বর ২০২৩)সকালে ধুরুং বাজারে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে,মশা নিধন স্প্রে ছিটানো কার্যক্রম উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
তিনি বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে। মাঠ বা ভবনে জমে থাকা পানি প্রতিদিন সরিয়ে ফেলতে হবে। বাড়ির বা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেটসহ মানুষ থাকে এমন জায়গার আশ পাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে সবাইকে পরিত্রাণ দিতে পারে।
এসময়,ইউপি চেয়ারম্যান আযাদ বলেন,ইউনিয়ের সকল নাগরিক দের যতাযত নাগরিক সেবা প্রদান করা হবে,এবং ইউনিয়ের নতুন কর্মসুচি ৯টি ওয়ার্ডে ৯টি টিম করে সাপ্তাহে একবার করে মশা নিধনে স্পে ছিটানো কার্যক্রম চলবে।আপনার বাড়ির আঙ্গিনায় ফুলের টব, প্লাস্টিকের প্যাকেট, ডাবের খোসায় জমে থাকা পানি থেকে এডিস মশার উৎপত্তি হয়। তাই এসব জায়গায় পানি জমে থাকতে দেয়া যাবেনা। এডিস মশা থেকে ডেঙ্গু রোগের বিস্তার ঘটে। এডিস মশা ধবংসে ওষুধ ছিটানোর পাশাপাশি সবাইকে বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখি ” সবাই মিলে সুস্থ থাকি”।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাসান, দক্ষিণ ধূরুং পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম প্রমুখ।
এছাড়া,পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102