বগুড়া সান্তাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অদূরে ইসবপুর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
রেলওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয় ঘটিকার সময় আদমদীঘির অদূরে ইসবপুর নামক স্থানে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা মেইল ট্রেনে ধাক্কা লেগে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
খবর পেয়ে অজ্ঞাত (৪৫) ব্যক্তির দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। নিহত ব্যক্তির মুখে দাঁড়ি এবং পড়নে ফুল প্যান্ট ও সাদা সার্ট ছিলো। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ নিহত ব্যক্তির দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার ডিএনএ পরীক্ষার জন্য কাজ চলছে এবং পরিচয় সনাক্তের জন্যে পিবিআই ও সিআইডির একটি দল কাজ করছে। মৃত্যুর ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।