বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ১৫ নেতা-কর্মী আটক।

তানভির ইসলাম,, উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ১৫ নেতা-কর্মী আটক।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি মসজিদ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমিরসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার কাঞ্চন কেরাব এলাকার দেওয়ান বাড়ি জামে মসজিদ থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের আটক করে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ঘটানোর জন্য তাঁরা গোপন বৈঠক করছিলেন।
খবর পেয়ে ডিবি পুলিশ মসজিদটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে জামায়াতের জেলা শাখার আমির মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের ১৫ জন নেতা-কর্মী রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এদিকে জেলা জামায়াত ইসলামীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল এশার নামাজের পর মসজিদে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের জন্য নেতাদের জড়ো হওয়ার সময় পুলিশ মসজিদ থেকে নেতাদের ধরে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ জামায়াতের রুকন পর্যায়ের নেতা।
এ বিষয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, আজ শনিবার ঢাকার শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী ‘ঢাকা উড়ালসড়ক’ উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াতের নেতা-কর্মীরা কোনো একটি তৎপরতার পরিকল্পনা করছিলেন। সেজন্য তাদের গ্রেফতার করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102