নারায়ণগঞ্জে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের করদাতারা সিটি করপোরেশনের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আমাদের মাথায় অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছে, যা বহন করা আমাদের জন্য কষ্টকর। সোমবার আমরা মেয়রের সঙ্গে এই ব্যাপারে আলোচনায় বসবো। আমাদের একটাই দাবি, বর্ধিত কর প্রত্যাহার করে আগের কর বহাল রাখতে হবে।
বক্তারা আরও বলেন, আমাদের কাছ থেকে কর নেওয়া হলেও সেই তুলনায় উন্নয়ন হয় না। আজও অনেক রাস্তার বাতি খারাপ, সময়মতো রাস্তা পরিষ্কার হয় না এবং রাস্তার পাশে ময়লার স্তুপ পড়ে থাকে। আমরা যে হারে কর দিয়ে যাচ্ছি সে তুলনায় সেবা পাচ্ছি না।
তার ওপর আবার বর্ধিত কর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সিটি কর্পোরেশন কর বৃদ্ধির আপত্তির জন্য ফরম ছাড়ে। যে ফর্মটি ছাপাতে খরচ ২ টাকার বেশি নয়, কিন্তু সেই ফরমের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।