ভূঞাপুরে পানিতে ডুবে আরমান (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু।
ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন এর পলশিয়া গ্রামের বাদশা মিয়া এর ছোট সন্তান মাদ্রাসা শিক্ষার্থী আরমান (৭) পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এর সাথে কথা বলে যেটি জানা যায় যে,২৫ আগস্ট ২০২৩ ইং তারিখে মাদ্রাসা শিক্ষার্থী আরমান (৭) তার বড় ভাই এর সাথে গোসল করার জন্য বেলা ১১টার দিকে তাদের বাড়ির পাশে ৪ ফুট গভীর পুকুরে নামে। সাঁতার না জানার কারণে তার বড় ভাই তাকে গোসল শেষ হলে পুকুর থেকে উঠিয়ে দেয়।
পরে সে আবার লুকিয়ে পুকুরে নামে কিন্তু কেউ টের পায় না।সবাই গোসল শেষ করে বাড়ি চলে যায়। ২ থেকে ৩ ঘন্টা যাবত বাড়ির সদস্যরা তাকে দেখতে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়।
পরে বিষয়টা জানাজানি হলে তদন্তে আসে ভূঞাপুর থানা পুলিশ এবং ইউ এন ও। ছেলেটির বাবার কোন প্রকার অভিযোগ না থাকায় তারা লাশটিকে দাফনের অনুমতি দেয়। পরে আসরের নামাজের পড় ছেলেটির জানাযা অনুষ্ঠিত হয় এবং তাকে মাটিকাটা কবরস্থানে দাফন করা হয়।