চট্টগ্রামে ডেঙ্গুতে পঞ্চাশ জনের মৃত্যু তারমধ্যে অগাস্ট মাসেই ২৫ জন।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জুলেখা আক্তার (২৮) এক নারী এবং হিরা মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন। এরমধ্যে আগষ্ট মাসে ২৩ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছর এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মারা গেল ৫০ জন। যার মধ্যে চলতি মাসে ২৫ জন এবং জুলাই মাসে ১৬ জন মারা গেছেন। অর্থাৎ জুলাই ও অগাস্ট মিলিয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে, যা ২০২২ সালের ডেঙ্গুতে মোট মারা যাওয়ার সংখ্যার সমান।
২০২২ সালে জেলায় পুরো বছরে মোট ৪১ জন মারা যান। যার মধ্যে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছিল নভেম্বর মাসে।
চলতি বছর জেলায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ১৯ জনই শিশু। ১৮ জন নারী এবং ১৩ জন পুরুষ।
চলতি বছর এখন পর্যন্ত জেলায় ৪৯৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৩৪০৩ জন নগরীর বাসিন্দা। আর উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সীতাকুণ্ডে ৬১৭ জন।
বুধবার ২৬৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।