বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড।

মো. ফরহাদ,মুন্সীগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড।

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে খোকন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ফাইজুন্নেসা এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায় , ২০১৮ সালের ২৮ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালি গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রী কাপড় কিনতে বাড়ির পাশে বাড়ৈখালী বাজারে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজের তিন দিন পর ৩১ আগস্ট বাড়ৈখালী বাজারের পাশে ইছামতি নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এরই মধ্যে বাড়ৈইখালী বাজারের দর্জি খোকনের দোকানে রক্তের গন্ধ পেয়ে স্থানীয়রা বিষয়টি নিহতের পরিবারকে জানালে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খোকনকে আটক করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে খোকনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করেন। পরে খোকন আদালতে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। খোকন সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামের বাবুলের ছেলে।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লাভলু মোল্লা বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর ভুক্তভোগীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় সাত বছরের কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এই রায়ে আমরা
সন্তুষ্ট।

নিহতের বড় ভাই মো. রিপন মিয়া বলেন, আমার ছোট বোনটা পরিবারের সবার প্রিয় ছিল। ওর শোকে মামলার বাদী ও আমার বাবা মারা গেছে। আমার দাদাও শোকে কাতর হয়ে ঘটনার কিছুদিন পর মারা যান। আমরা এ রায়ে সন্তুষ্ট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102