মাদারীপুরের কালকিনি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. সানাউল্লাহ কানন নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সানাউল্লাহ কানন (২৩) কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা গ্রামের মো. বাদশা ব্যাপারীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ডেঙ্গু শনাক্ত হয় সানাউল্লাহ কাননের। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।
সানাউল্লাহ কাননের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাপ। এ ছাড়া উপজেলা ছাত্রলীগ, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি, একতা যুব সংঘসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। শনিবার আসরের নামাজের পর পৌরসভার ঝাউতলা জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।