নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিলঃ ইসি আনিছুর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
আজ বুধবার (৯ আগস্ট) রাজধানীতে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি। এক্ষেত্রে নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।’
তফসিল নিয়ে এখনো কোনো কমিশন বৈঠক হয়নি বলেও জানান তিনি।
ইসি আরও জানান, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো- সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রগুলোয় ব্যালট পেপার পাঠানো হবে।