বাগেরহাট সদরের খাইরুল শেখের বাড়িতে প্রকাশ্যে লুটপাট, ভাঙচুর ও সন্ত্রাসী হামলা।
বাগেরহাট সদর উপজেলার ক্ষুদ্রচাকশ্রীতে খাইরুল শেখের বাড়িতে মঙ্গলবার (১লা আগস্ট) সকাল ১২টার দিকে প্রকাশ্যে দিন-দুপুরে ভয়াবহ সন্ত্রসী হামলা ও লুটপাট সংঘটিত হয়েছে। মা হারা তিনটি কন্যা সন্তান নিয়ে ভুক্তভোগী খাইরুল শেখের পরিবারটি সব হারিয়ে চরমভাবে মানবেতর জীবন যাপন করছেন।
জায়গা-জমি নিয়ে দন্দের জেরে একই গ্রামের মৃত শাহাদাত ফকিরের ছেলে আ: সালাম ফকিরের সাথে অনেক দিন ধরে বিবাদ চলে আসছিলো ভুক্তভোগী মোজাফ্ফার শেখের ছেলে খাইরুল শেখের। বিবাদের সূত্র ধরে আ: সালাম ফকিরের পরিবারের লোকজন ও তার জামাই পাশ্ববর্তী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম তরফদারের ছেলে জুয়েল তরফদার তার ভাড়া করা সাঙ্গপাঙ্গ নিয়ে খাইরুল শেখের বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাদের ঘর-দরজা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল সহ যাবতীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যায় এবং ঘরের মালামাল ভাঙচুর করে। বাড়ির ফলন্ত গাছপালা কেটে ফেলে দেয় এবং সেখানে একটি ছাউনি তৈরি করে রেখে যায়।
খাইরুল শেখ বাড়িতে না থাকার কারণে তাদের এই কাজে কেউ বাধা দিতে পারেনি। ঘটনার সময় আশেপাশের প্রতিবেশিরা ভয়ে তাদেরকে কিছুই বলতে পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
হামলার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শেখ ফারুক হোসেন ও চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শেখ আবু বক্কার ঘটনাস্থল পরিদর্শন করেন।
খাইরুল শেখের মা জানান: আমরা (স্বামী স্ত্রী) প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে এখানে ছুটে আসি। এসে দেখি তারা আমার ছেলের ঘর বাড়িতে লুটপাট ও ভাঙচুর করছে। আমি ও আমার স্বামী তাদেরকে বাধা দিলে, সালাম ফকিরের স্ত্রী ও মেয়ে আমাদেরকে দা নিয়ে তাড়া করে। ওরা ১৫-২০ জন ছিল বলে আমরা ওদেরকে কিছুই বলতে পারিনি।
তিনি আরো জানান: সালাম ফকিরের জামাই আওয়ামী লীগের নেতা বলে, তার এলাকার থেকে ১০-১২ জন ভাড়া করা সন্ত্রাসী এনে আমার ছেলের বাড়িতে এমন জঘন্য ভাঙচুর ও হামলা চালায়।
খাইরুল শেখ এই বাড়িতে মা হারা তিনটি কন্যা সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। একই গ্রামের আ: সালাম ফকির এই জায়গাটি তার নিজের বলে দাবি করেন। এ নিয়ে তিনি কয়েকবার স্থানীয়ভাবে সালিশও করেছেন। বর্তমানে এই জায়গা জমি নিয়ে বাগেরহাট জেলা বিজ্ঞ সদর সিনিয়র জজ কোটে একটি সত্ব প্রচার মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগী খাইরুল শেখ জানান: তারা আমার বাড়ির সবকিছু ভেঙেচুরে তছনছ করে দিয়েছে এবং আমার ব্যবসার নগদ টাকা, আমার মেয়েদের স্বর্ণালঙ্কার ও ঘরের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। আমার ফলন্ত গাছগুলো কেটে ফেলেছে, আমার বাড়ি থেকে বের হওয়ার পথে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। সালাম ফকিরের জামাই জুয়েল আমাকে বলেছে এই ঘেরায় হাত দিলে আমার হাত কেটে ফেলবে। আমি এজন্য সরকারের কাছে হামলা কারীদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।
রিপোর্ট টি লেখা পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।