মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

সাতক্ষীরায় ৩২ জামায়াত-শিবির ও বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার।

প্রতিবেদকঃ শেখ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

সাতক্ষীরায় ৩২ জামায়াত-শিবির ও বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার।

 

সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবির ও বিএনপির ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে নেতা-কর্মীদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও শহর জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নানসহ ৩২ জন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম বলেন, গতকাল সোমবার ভোর সাড়ে ৬টায় আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিল। পরে গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102