ইউপি সদস্য শেখ ফারুক হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ইটের রাস্তার সংস্কার
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের আওতাধীন ক্ষুদ্রচাকশ্রী ও রসুলপুর মৌজায় একটি ইটের রাস্তা প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়লে, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন তার ব্যক্তিগত অর্থায়নে সেই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। এতে সাধারণ মানুষ ও ৫০ টির অধিক পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হবে। কারণ এতে তাদের যাতায়াতের কষ্ট অনেকখানি লাঘব হয়েছে।
এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় শেখ ফারুক হোসেন-কে এলাকার বাসিন্দারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (৩০ শে জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা স্বপ্রণোদিত হয়ে এ রাস্তার সংস্কার কাজে অংশ নেন। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে রাস্তাটির বিভিন্ন জায়গার ইট ভেঙে পড়ে। এতে স্থানীয়দের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। কাঁদার কারণে যন্ত্র চালিত ভ্যান গাড়ি নিয়ে বাড়িতে যেতে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এ খবর রাখালগাছি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শেখ ফারুক হোসেনকে জানালে, তিনি অতি দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করে দেন।
শেখ ফারুক হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ও স্থানীয়দের শ্রমের বিনিময়ে ১০০ ফুটের মতো ইটের পাকা রাস্তা সংস্কার করা সম্ভব হয়েছে।