ভূরুঙ্গামারীতে এবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি বহালের দাবিতে মানববন্ধন।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র-ছাত্রীদের চলমান উপবৃত্তি বন্ধ করার প্রতিবাদে ও শিক্ষক-শিক্ষিকাদের বেতন ভাতা দাবী আদায়ের লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করেন।
আজ রোববার (৫ জুন) সকালে ভূরুঙ্গামারী উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা শেষে প্রধান মন্ত্রীর বরাবর ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট শিক্ষকবৃন্দ একটি স্বারকলিপি প্রদান করেন।
এসময় বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট উপজেলা শাখার সভাপতি, মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব মোঃ নওশেদ আলী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা রোকনুজ্জামান, মাওলানা জুবায়ের হোসেন, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা আঃ হাকিম, মোছাঃ হাওয়া বেগম, মোছাঃ নুরন্নাহার, মোছাঃ মোরশেদা খাতুন, মোছাঃ নাছিমা খাতুন প্রমুখ।