শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

ভাঙাচোরা ও জরাজীর্ণ ব্রিজ দীর্ঘ ৩ বছর অতিক্রম করলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি কর্তৃপক্ষের।

আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

ভাঙা চোরা ও জরাজীর্ণ ব্রিজ দীর্ঘ ৩ বছর অতিক্রম করলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি কর্তৃপক্ষের।

 

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজার থেকে বালুন্ডা সড়কের মাঝামাঝি সংলগ্ন ব্রিজটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর ফলে এলাকার জনসাধারণসহ পথচারীদের ভোগান্তি বেড়েই চলছে। দীর্ঘ তিন বছর ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ার ফলে ভারি কোন যানবাহন চলাচল করতে পারছে না। প্রাইভেটকার, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। ব্রিজটির এক অংশ ভেঙে পড়ার পাশাপাশি পুরোটাই নিচের দিকে বাঁকা হয়ে ঝুঁকে পড়েছে। এরকম অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। অতি দ্রুত ব্রিজটি সংস্কার করে পথচলা সুগম করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন এই সড়কে চলাচলকারী ও স্থানীয়রা।

পথচারীরা জানান, এই সড়কে চলাচলকারী অনেকেই পঙ্গু। ব্রিজ পেরিয়ে যাওয়ার আগেই নিচে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন অনেকেই।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, পুটখালি ইউনিয়নগামী একটি ব্রিজ ভেঙে গেছে বলে জানতে পেরেছি। সংশ্লিষ্ট চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। যাতে দ্রুত সংস্কার করা যান ও পথচারী চলাচল স্বাভাবিক হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, জামতলা বাজার থেকে পুটখালি সড়কের একটি ব্রিজের স্লাব ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটা দ্রুত সংস্কারের জন্য তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে। টেন্ডার হয়ে প্রক্রিয়াধীন আছে। দ্রুত কাজ টি শুরু হবে। আশা করছি জনগণের ভোগান্তি লাঘব হবে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, আমি নির্বাচিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলী কর্মকর্তাদের কাছে রাস্তাঘাট সংস্কারের দাবি করেছিলাম। এলাকার জনগণ দুর্ভোগের মধ্যে আছে। বিশেষ করে এই সড়কটি ব্রিজ সহ তাড়াতাড়ি সংস্কার হয় সে বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছি। ব্রিজটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102