সেনবাগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভাংচুর-লুটপাট,আহত ৩।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে ক্রিকেট খেলওিক কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ ৩ জন আহত।
স্থানীয়রা জানায়, উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজির খিল কালা কাজির বাড়িতে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ক্রিকেট খেলা কেন্দ্র করে একই এলাকার সায়েদের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল আবদীন পন্ডিতের ঘরসহ ১৭টি ঘরে ভাংচুর ও লুটপাট করে। এ সময় এক নারীসহ অন্তত ৩ জন আহত হয়। এ সময় সন্ত্রাসী ব্যাপক বোমাবাজি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে এলাকাবাসী।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।