পটুয়াখালীর কলাপাড়ায় মাছুয়াখালী বাজারে শাহজাহান বাহিনীর হামলায় দোকানী মোজাম্মেল গুরুতর জখম।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন এর মাছুয়াখালী বাজারে দোকানী মোজাম্মেল মৃধাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন এলাকা শাজাহান প্যাদা, ডিএন প্যাদা ও সুমন মৃধার সন্ত্রাসী বাহিনী।
আহত সূত্রে জানা যায় ২ আগষ্ট সোমবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন এর মাছুয়াখালী বাজারে পূর্ব শত্রুতার জের এ দোকানী মোজাম্মেল মৃধাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন এলাকা শাজাহান প্যাদা(৫৫) পিতা-রাজু প্যাদা, ডিএন প্যাদা (৩০) পিতা- মৃত -কুইল্লা প্যাদা, সুমন মৃধা(৩৮) পিতা-সুলতান মৃধা,সোহেল প্যাদা (৩২) পিতা- রাজু প্যাদ, জহিরুল প্যাদা(৪৫) পিতা- রাজু প্যাদা, রুহুল আমিন প্যাদা(৩৭) পিতা- জয়নাল প্যাদা,সোহেল মৃধা (৩৩) পিতা- সুলতান মৃধা, জেরিন প্যাদা(২৮) পিতা – শাহজাহান প্যাদা,সজল প্যাদা পিতা- কুইল্লা প্যাদা,মিজানুর প্যাদা পিতা- আজিজ প্যাদা, বাবুল প্যাদা(৪০) পিতা- খলিল প্যাদা ও উজ্জ্বল প্যাদা(৩৬) পিতা- খুইল্লা প্যাদাসহ আর ৫/৬ জন সন্ত্রাসী বাহিনী মোজাম্মেল মৃধার উপর সন্ত্রাসী হামলা চালায়।
আহত মোজাম্মেল মৃধাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত মোজাম্মেল মৃধা আরও বলেন, ২০১২ সালে শাহজাহান প্যাদার বাহিনী আমার ভাই লতিফ মৃধাকে হত্যা করেন যার প্রধান আসামী ছিলেন এই শাহজাহান প্যাদা। পুর্বের এই শত্রুতার জের এ আমাকেও হত্যার জন্য আমার দোকান ঘরে হামলা চালায় ও দোকান লুটপাট করে জখম করে।