রাজাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
জাকির সিকদার, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ মোঃ শাহরুম মৃধা (২৬) নামের এক মাদক কারবারি আটক।
আজ সকালে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ খোকন হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদে ৩৫ পিছ ইয়াবাসহ তাহাকে উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ। জানা গেছে,
মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে উপজেলার শুক্তাগর ইউনিয়নের উত্তর পিংরি এলাকার মৃধা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সে স্থানীয় মৃত মিরাজুল হক মৃধার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশের একটি টিম উপজেলার শুক্তাগর ইউনিয়নের উত্তর পিংরি এলাকার মৃধা বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ শাহরুম মৃধা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, আটক মোঃ শাহরুম মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।