মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

যশোর জেলা আওয়ামিলীগ এর নতুন কমিটি গঠন হয়েছে।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
যশোর জেলা আওয়ামিলীগ এর নতুন কমিটি গঠন হয়েছে।
মেহেদী হাসান রিপন(বাঘারপাড়া উপজেলা)প্রতিনিধিঃ-
যশোর জেলা আওয়ামিলীগ নতুন কমিটি গঠন হয়েছে,বাংলাদেশ আওয়ামীলীগ যশোর জেলা শাখাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে এই নতুন কমিটির সকলের নাম ঘোষনা করেন মন্ত্রীপরিষদ বিভাগ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই নবগঠিত কমিটির সকলের নাম প্রকাশ করেছেন মন্ত্রীপরিষদ।গত ৩০ জুলাই শুক্রবার মন্ত্রীপরিষদ থেকে এই কমিটির সকলের নামে চিঠি আসে যশোর জেলা আওয়ামিলীগের অফিসে।
এ কমিটির সকলের নাম নিছে দেওয়া হলো,
সভাপতিঃশহিদুল ইসলাম মিলন।
সহ-সভাপতিঃআব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ,সাইফুজ্জামান পিকুল,আলহাজ্ব আব্দুল খালেক,বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব একে এম খয়রাত হোসেন,এ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান,গোলাম মোস্তফা,এডভোকেট জহুর আহমেদ,এ্যাডভোকেট এবিএম আহসানুল হক,মেহেদী হাসান মিন্টু,এসএম হুমায়ুন কবির(কবু),
সাধারণ সম্পাদকঃজনাব শাহীন চাকলাদার এমপি।
যুগ্ম সাধারণ সম্পাদকঃএ্যাডভোকেট মনিরুল ইসলাম,আশরাফুল আলম লিটন,মীর জহুরুল ইসলাম।
আইন বিষয়ক সম্পাদকঃএ্যাডভোকেট গাজী আব্দুল কাদের।
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদকঃএডভোকেট আবু সেলিম রানা।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকঃফারুক আহমেদ কচি।
ত্রান ও সমাজকল্যাণ সম্পাদকঃসুখেন মজুমদার।
দপ্তর সম্পাদকঃমুজিবুদ্দৌলা কনক।
ধর্ম বিষয়ক সম্পাদকঃআলহাজ খলিলুর রহমান।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃমুন্সি মহিউদ্দিন আহমেদ।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃসাইফুদ্দিন সাইফ।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃইন্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী।
মহিলা বিষয়ক সম্পাদকঃএডভোকেট সেতারা খাতুন।
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকঃবীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনুর রশিদ।
যুব ও ক্রীড়া সম্পাদকঃজিয়াউল হাসান হ্যাপি।
শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকঃ এ,এস,এম আশিফুদ্দৌলা।
শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদকঃশেখ আতিকুর বাবু।
শ্রম সম্পাদকঃকাজী আবদুস সবুর হেলাল।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃকাজী বর্ণ উত্তম।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকঃডা,এম,এ বাশার।
সাংগঠনিক সম্পাদকঃএস,এম আফজাল হোসেন,মোস্তফা ফরিদ উদ্দিন চৌধুরী,জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
উপ-দপ্তর সম্পাদকঃওহিদুল ইসলাম তরফদার।
উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকঃলুৎফুল কবীর বিজু।
কোষাধ্যক্ষঃমঈনুল আলম টুলু।
উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দঃএ্যাডভোকেট মঈনুদ্দিন মিয়াজি,নজরুল ইসলাম ঝর্ণা,অধ্যাপক মাহমুদুল হাসান(মনিরামপুর),মাষ্টার রুহুল আমীন,গোলাম মোস্তফা খোকন,জাহাঙ্গীর আলম মুকুল(ঝিকরগাছা),সৈয়দ উসমান মন্জুর জানু,এডভোকেট মন্জুরুল ইমাম,এস এম কামরুজ্জামান চুন্নু,গোলাম রসুল(শার্শা),প্রণব ধর,জয়নাল আবেদিন(শ্রমিক নেতা),আলহাজ্ব নওশের আলী(ঝিকরগাছা),মিজানুর রহমান মৃধা(চৌগাছা),এ্যাডভোকেট আবুল হোসেন খান,আবদুল মান্নান মিনু,মোবাশ্বের হোসেন বাবু,আলহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার,সোলাইমান হোসেন।
সদস্য বৃন্দের নামঃ
স্বপন ভট্টাচার্য এমপি,কাজী নাবিল আহমেদ এমপি,আলহাজ্ব আফিল উদ্দিন এমপি,রণজিৎ রায় এমপি,মেজর জেনারেল(অবঃ)অধ্যক্ষ নাসির উদ্দিন এমপি,মোহিত কুমার নাথ,আলেয়া আফরোজ,মিসেস ফিরোজা রেজা আলী,বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল,এনামুল হক বাবুল,কৃষিবিদ আবদুস সালাম,ফারুক হোসেন,সরদার ওলিয়ার রহমান,মেহেদী হাসান চৌধুরী,শওকত আলী,আসাদুজ্জামান মিঠু,আসাদুজ্জামান আসাদ,মীর আরশাদ আলী রহমান,আনোয়ার হোসেন মোস্তাক,মোস্তফা আশিষ দেবু,প্রভাশক দেলোয়ার হোসেন দিপু,কামাল হোসেন(শহর),অধ্যাপক মোয়াজ্জেম হোসেন,রফিকুল ইসলাম মোড়ল,মশিউর রহমান সাগর,অধ্যাপক সাইফুল ইসলাম তুহিন,ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ,এহসানুর রহমান লিটু,গোলাম মোস্তফা,সামির ইসলাম পিয়াস,আলমুন ইসলাম পিপুল,অমিত কুমার বসু,নাজমা খানম,ভিক্টোরিয়া পারভীন সাথী,হুমায়ুন সুলতান,মারুফ হোসেন খোকন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102