নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় বেপরোয়া গতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে।
নিহত আব্দুল মান্নান (৪০) উপজেলার ১নং হরণী ইউনিয়নের কাজরে টেক গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। আহত মো. আফছার (৪৫) একই ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।
বুধবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের জাহাজ মারা টু নলচিরা সড়কের মুলা মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,আব্দুল মান্নান ও আফছার মার্কেনন্টাইল নামে একটি মালবাহী জাহাজে কাজ করে। জাহাজটি হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করলে তারা দুইজন মোটর সাইকেল যোগে জাহাজের জন্য বাজার করতে স্থানীয় ওছখালী বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। যাত্রা পথে মোটর সাইকেলটি মুলা মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে চালকসহ অপর মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।