জাহিদ হাসানের কবিতার সৌন্দর্য ঠিক এমনি।
আলোকিত স্বপ্নের বিডি
-
প্রকাশের সময় :
সোমবার, ১৯ জুলাই, ২০২১
আগামীর কথা ভেবে।
লেখক-জাহিদ হাসান।
এই মহামারী একদিন তো
ঠিকই চলে যাবে,
তার পরে তো অভাব অনটন
দেশকে কুরে খাবে।
তখন কি আর করবে ভাবো
জ্ঞানীগুণী মহাজন,
আর সেটা ভেবেই এখন থেকে
করো আয়োজন।
করছি করবো করলে শুধুই
সময়ই যাবে গড়িয়ে,
অবস্হাটা শেষমেশ না দেয়
বাটি হাতে ধরিয়ে।
চারিদিকে যা দেখছি দেশের
হাবভাব মতিগতি,
আগামীতে আসতেই চলেছে
অসীম একটা ক্ষতি।
এখন থেকেই কিছু একটা করে
বাঁচাতে হবে দেশ,
তা না হলে আনাহারেই শেষে
দেশটা হবে শেষ।
জানিনা তোমরা আমার কথা
কে কি ভাবে নেবে,
আসলে এ সব বললাম আমি
আগামীর কথাই ভেবে।
সংবাদটি শেয়ার করুন
এ বিভাগের আরো সংবাদ