সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :

অক্সিজেন,খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ত্রান ও সমাজকল্যাণ উপকমিটি। 

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
অক্সিজেন,খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ত্রান ও সমাজকল্যাণ উপকমিটি।
এইচ এম জহিরুল ইসলাম মারুফঃ
রবিবার (১১ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অক্সিজেন কন্সেন্ট্রেটর, সিলিন্ডার, খাদ্যপণ্যসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান,  সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি,  সাধারণ সম্পাদক,  হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ডা. হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, মোজাফফর হোসেন জমাদার, মাহফুজুর রহমান মিঠু, বেলাল আহমেদ নূরী, মিজানুর রহমান খান বিদ্যুৎ, আমিনুর রশীদ দুলাল, আকাশ জয় জয়েন্ত, শাহ মোস্তফা আলমগীর, রফিকুল ইসলাম রনি, মো. রাসেল, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সিমান্ত,  নুরুল হক সজিব, আব্দুল বারেক, মাহবুব রশিদ, রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জান মো. রাসেল, ইদ্রিস আহমেদ মল্লিক প্রমুখ।
৩ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর, ৩০ টি অক্সিজেন সিলিন্ডার, ১ লাখ ২০ হাজার উন্নত মানের মাস্ক,দাঁতের মাজন, এন্টি সেপটিক সাবান, হ্যান্ডওয়াস পিপিই-৩০০ ছাড়াও  ১২’শ খাদ্য সামগ্রীর প্যাকেট (খাদ্যপণ্যের মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, পেঁয়াজ)।
অক্সিজেন সিলিন্ডার ও কন্সেন্টটর দেয়া হয়েছে,  ঝিনাইদহ জেনারেল হাসপাতাল, নড়াইল জেনারেলের হাসপাতাল, মেহেরপুর জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জের সিরাজদী খান ও টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা সদরসহ, কয়রা, পাইকগাছা, দীঘলিয়া, যশোরের চৌগাছা, সিআরপি সাভার, সুনামগঞ্জের ধর্মশালা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর, শেরপুরের নলিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী, নীলফামারীর টিমলা, সাতক্ষীরা কলারোয়া, টাঙ্গাইলের মধুপুর, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়াও যশোরের যুবসমাজের উদ্যোগে গঠিত শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক।
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী  বিতরণ করা হয়েছে,

মহিলা শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী মটরচালক লীগ, বাস্তুহারা লীগ,  যুব মহিলা লীগ, আঞ্জুমানে মফিদুল ইসলাম,  আমরা ঢাকাবাসী সংগঠন,  সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি,  ঋষিমণি সম্প্রদায়, জাতীয় দাফন কমিটি,  জাতীয় মহাশ্মসান কমিটি, ডিজিটাল প্লাস ফাউন্ডেশন,  উদীয়মান নারী ও শিশু কল্যাণ সংস্থা,  আশ্রায়ন প্রকল্প শ্যামপুর, বিরুলিয়া, স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আদমজী চালু সংগ্রাম পরিষদ।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102