পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহার গৃহনির্মাণ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক।
মিজানুর রহমান অপু, পটুয়াখালী প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষে ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় মানুষের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মো.কামাল হোসেন গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল শনিবার আমখোলা ইউনিয়নের ভাংরা, গোলখালী ইউনিয়নের তালতলা, কলাগাছিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন ও রতনদী তালতলীর ইউনিয়নের উলানিয়া সংলগ্ন আশ্রয়ণের প্রায় ১শত নির্মিত ও নির্মাণাধীন সেমিপাকা ঘর পরিদর্শন করেন।
জেলা প্রশাসকের পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.হুমায়ন কবির, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, আশ্রায়ন প্রকল্প-২ গৃহনির্মাণ বাস্তবায়নের দায়িত্বে উপজেলা নিবার্হী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি সহ প্রমুখ।